Refund and Return Policy:
আমাদের রিফান্ড পলিসি সিম্পল।
১. কোর্স শুরু হওয়ার আগে কেউ রিফান্ড চাইলে তাকে রিফান্ড দেয়া হবে।
রিফান্ডের আবেদন কনফার্ম হওয়ার পরে, ৭-১৪ দিন সময় লাগবে রিফান্ড প্রসেসিং করতে।
২. কোর্স শুরু হয়ে গেলে-- আর কোন রিফান্ড প্রসেস করা হবে না।
কারণ আমরা শেখানোর দিকে এবং হেল্প করার দিকে ফোকাস করতে চাই।